ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশকে রক্ষায় চাঁদপুরের হাইমচরে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। শুক্রবার রাত ১২টা থেকে মেঘনা নদীতে শুরু হয়েছে ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা।
মৎস্য অধিদপ্তরের হাইমচর কার্যালয় জানায়, এ সময় শুধু ইলিশ নয়, নদীতে কোনো প্রকার মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত—সবই বন্ধ থাকবে। আইন ভাঙলে জেল-জরিমানার বিধানও রয়েছে।
সরকারের দাবি- মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বহুগুণে বাড়বে। আর এই নদীভিত্তিক উদ্যোগই দেশের মানুষকে নিশ্চিত করবে জাতীয় মাছের টেকসই যোগান।





