বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটি এমন নিম্নরুচির কাজ করেছে যা কল্পনাও করা যায় না। তিনি বলেন, ভারতের একটি শিল্পকর্ম প্রদর্শনিতে প্রধান উপদেষ্টার অবয়বে অসুরের মূর্তি তৈরি করে দেশের সংস্কৃতির প্রতি অসম্মান দেখানো হয়েছে।
রিজভী আরও বলেছেন, ভারতের সমাজে সঙ্গীত ও শিল্পকলার প্রচলন আছে আমরা জানি। তবে এমন কুরুচিপূর্ণ কাজ তারা করবে, তা ভাবতেও পারিনি। তিনি আরও বলেন, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বা সংঘাত সৃষ্টির বহু চেষ্টা হয়েছে, কিন্তু জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করেছে। ফলশ্রুতিতে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে লবেলিয়া চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী এ মন্তব্য করেন।





