নেপালে টানা ভারী বর্ষণের ফলে দেখা দিয়েছে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা। এতে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ৩৬ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। খবর জিও নিউজের।
নেপাল পুলিশ জানিয়েছে, ভারতের পূর্ব সীমান্তবর্তী ইলাম জেলায় একাধিক স্থানে ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। এছাড়া দক্ষিণ নেপালে বজ্রপাতে তিনজন এবং পূর্বাঞ্চলীয় উদয়পুর জেলায় বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়ে গেছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।








