নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অপূর্ব পালের মাধ্যমে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন,-কোরআন অবমাননার মতো ঘৃণ্য কর্মকাণ্ড দেশের ধর্মপ্রাণ জনগণের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।
নেতৃদ্বয় সতর্ক করে বলেন, সরকার যদি দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা না নেয়, তবে তাঁরা ঢাকা অভিমুখে লং মার্চসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
তাঁরা আরও বলেন, পবিত্র ধর্মগ্রন্থ অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
(আমার দেশ)





