আফগানিস্তানের কৌশলগত বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ পুনরায় নিজেদের হাতে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ বড় ধরনের বাধার মুখে পড়েছে। মস্কোয় অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক সপ্তম মস্কো ফর্ম্যাট কনসালটেশনস-এ ভারত, পাকিস্তান ও চীন একসঙ্গে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের বিরোধিতা করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত ওই বৈঠকে এই তিন প্রতিদ্বন্দ্বী এশীয় দেশ রাশিয়া, ইরানসহ আরও কয়েকটি রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ওয়াশিংটনের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, “আফগানিস্তান ও এর প্রতিবেশী অঞ্চলে বিদেশি সামরিক অবকাঠামো পুনর্গঠন বা মোতায়েনের যে কোনো প্রচেষ্টা অগ্রহণযোগ্য, কারণ তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে নয়।”
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, পশ্চিম চীনের কাছাকাছি অবস্থান হওয়ায় বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরে আসা প্রয়োজন। তাঁর দাবি, ওই এলাকা চীনের পারমাণবিক অস্ত্র উৎপাদনকেন্দ্রের নিকটে অবস্থিত। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ মূলত অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব পুনরায় প্রতিষ্ঠার প্রচেষ্টা।
মস্কো বৈঠকে অংশ নেওয়া দেশগুলো আফগানিস্তানকে একটি স্বাধীন, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। সভায় আফগানিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি অতিথি হিসেবে অংশ নেয় বেলারুশের একটি প্রতিনিধি দল।








