গাজীপুর থেকে মাওলানা মহিব্বুল্লাহ সাহেবকে অপহরণের পর পঞ্চগড় হেলিপ্যাড বাজারে একটি গাছের সঙ্গে সিকল দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা সকালে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন, তবে এখনো তাঁর জ্ঞান ফেরেনি।
ধর্মীয় মহলে দাবি উঠেছে, মাওলানা মহিব্বুল্লাহকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যরা গুম করেছিল। এ ঘটনার নিন্দা জানিয়ে ইসলামী অঙ্গনের নেতারা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।





