ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ পেছনে নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ দল। চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। ফলে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা।
এ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে চারটি পরিবর্তন। এর মধ্যে একটি ছিল নিশ্চিত—অধিনায়ক লিটন দাসের প্রত্যাবর্তন। তার জায়গা করে দিতে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা মোহাম্মদ সাইফউদ্দিন এবার বাদ পড়েছেন দল থেকে। এছাড়া পারভেজ হোসেন ইমন, জাকের আলি অনিক ও শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, এর আগে মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ দল।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।








