প্রশ্ন: ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারার হুকুম কী
বর্তমান বাজারে মশা-মাছি মারার জন্য এক ধরণের ইলেকট্রিক ব্যাট পাওয়া যায়। যেই ব্যাটের সাথে মশা-মাছির শরীর লাগলে মরে যায়। জানার বিষয় হলো-এরকম ব্যাট দিয়ে মশা-মাছি মারা শরীয়তের দৃষ্টিতে বৈধ কী না?
উত্তর:
হামদ ও সালামের পর… আপনার প্রশ্নের সমাধানকল্পে জেনে রাখা উচিৎ যে, এইধরণের ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারা আগুন অগ্নিশিখা দ্বারা মারার অর্ন্তভুক্ত।
আর আগুন/অগ্নিশিখা দ্বারা কোনো ক্ষতিকারক বা কষ্টদায়ক প্রানী মারা শরীয়তে নিষিদ্ধ, তবে বিকল্প কোনো পন্থায় মারা সম্ভব না হলে অনুমতি আছে। অতএব, কেউ যদি এমন কোনো স্থানে থাকে, যেখানে আগুন দিয়ে জ্বালানো ছাড়া বিকল্প পন্থায় মারার সুযোগ থাকে, তাহলে তার জন্য আগুন দিয়ে মারা বৈধ নয়। আর যদি এমন স্থানে থাকে যেখানে আগুন দিয়ে জ্বালানো ছাড়া অন্য পন্থায় মারার সুযোগ না থাকে/সম্ভব না হয়, তাহলে তার জন্য আগুন দিয়ে মারা বৈধ।
ফাতওয়ায়ে হিন্দিয়া (জাকারিয়া) ৫/৩৬






