পাকিস্তানের তেহরীক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জানিয়েছে, দেশজুড়ে শরিয়াহ আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের হামলা বন্ধ হবে না।
টিটিপির এই হুমকির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদে ঘটে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন মারা যান। পরে টিটিপি ওই বিস্ফোরণের দায় স্বীকার করে একটি বিবৃতি জারি করে এবং সেখানে এ ধরনের সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে।
বিবৃতিতে দলটি দাবি করেছে, তারা আরও হামলা চালাবে যতদিন না মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী শরীয়াহ আইনের কার্যকর করা হচ্ছে। একই বিবৃতিতে তারা বলেছে যে ইসলামাবাদের বিচার বিভাগকে লক্ষ্য করে তাদের যোদ্ধারা আক্রমণ চালিয়েছেন, এবং তারা বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে পাকিস্তানের ‘অনইসলামি’ আইন অনুসারে রায় দেওয়ার জন্য নাটা হিসেবে চিহ্নিত করেছে।








