রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আরমান মিয়াকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সেনাবাহিনীর পৃথক অভিযানে আজিমপুর সুপার মার্কেট এলাকা থেকে তাকে ধরে লালবাগ থানায় হস্তান্তর করা হয়।
লালবাগ থানার ওসি মোস্তফা জানান, ঘটনাটির ভিত্তিতে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অন্য অভিযুক্তদেরও শিগগিরই গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।





