এ লড়াইয়ের স্বরূপটা সংঘাতের অতীতের দীর্ঘ ঐতিহাসিকতা ও ভবিষ্যতের বিশ্ব রাজনীতির ধর্মীয় মেরুকরণের মধ্যে গভীরভাবে নিহিত। সুতরাং ট্রাম্পের পিস প্ল্যান শেষ কথা নয়।
হামাসের কৌশল ও প্রজ্ঞা আপাততঃ টিকে থাকার লড়াই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই যথেষ্ট। চূড়ান্ত সমাধান উম্মাহ’র লড়াইয়ে হবে ইনশাআল্লাহ।
গাজা শুধু হামাসের ইস্যু নয়, এটা মুসলিম উম্মাহর ইস্যু।
স্থানীয় সময় শনিবার সকাল ৯:৩০ মিনিটটে মুফতি হারুন ইজহার দাঃবাঃ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন।