বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেতে সামর্থ হলো। ১৪৫ রানের সহজ লক্ষ্য পেতে ব্যাটিং শুরুটা ছিল ভালো, তবে জাকের আলী ও শামীম পাটোয়ারির উইকেট হারানোর পর সাময়িক চাপ তৈরি হয়।
ওপেনার পারভেজ হোসেন ইমন ২৪ রানে মাঠে নামার পর তানজিদ তামিমের সঙ্গে ৩৯ বলে ৫৫ রানের জুটি গড়ে দলের আত্মবিশ্বাস বাড়ান। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক জাকের আলী ও সাইফ ১৯ বলে ৩০ রান যোগ করে। জাকের বিদায়ের পর শামীম পাটোয়ারিও দ্রুত আউট হলেও দল আত্ববিশ্বাস হারায়নি।
সাইফের দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসে ঘুরে দাঁড়ায়। দারুণ ছন্দে থাকা সাইফ টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করেন। তার পুরো ইনিংসে ছিল ৭ ছক্কা এবং শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকে ৩৮ বলে ৬৪।
শেষ পর্যন্ত বাংলাদেশ ৬ উইকেটে জয় নিশ্চিত করে এবং ১২ বল বাকি থাকতেই সিরিজে জয় তুলে নেয়। এ জয়ের মাধ্যমে লাল-সবুজের দল প্রথমবারের মতো আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করলো।





