গাজা যুদ্ধ বন্ধে আজ (সোমবার) মিশরের রাজধানী কায়রোতে আলোচনায় বসছে হামাস ও ইসরাইলের প্রতিনিধি দল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে ইসরাইল।
আল জাজিরার তথ্যমতে, গত একদিনে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ২৪ জন ফিলিস্তিনি। দখলদার বাহিনীর বোমা বর্ষণ চলছে গাজা সিটির বিভিন্ন এলাকায়। বিশেষ করে তাল আল-হাওয়া, শাতি শরণার্থী শিবির ও নাসর অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরাইলি সেনাপ্রধান জানিয়েছেন, তাদের সামরিক অভিযানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, তবে ‘যুদ্ধবিরতির কোনো প্রশ্নই আসে না’।
অন্যদিকে আনাদোলু সংস্থা জানিয়েছে- রাফাহর উত্তর-পশ্চিমে শাকুশ এলাকায় মার্কিন-ইসরাইলি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সাহায্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর চালানো এক হামলায় চারজন নিহত হয়েছেন।
আলোচনা চলছে কায়রোতে—কিন্তু গাজার আকাশে এখনো বোমার গর্জন থামেনি।