নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আপোষহীন সৈনিক মুফতি হারুন ইজহার দাঃবাঃ।
তিনি আরও উল্লেখ করেন, “আমি নর্থ সাউথের ট্রাজেডিতে এক নতুন বিজয়ের গন্ধ পাচ্ছি। কুরআনিক আধ্যাত্মিকতা ও কুরআনিক সমাজবিজ্ঞানের সমন্বিত গুণে সজ্জিত হয়ে নতুন এক জীবনের দর্শনের আজান তোমাদের দিতে হবে। আমরা তোমাদের ডানে, বামে, সামনে, পিছনে আছি।”
মুফতি হারুন ইজহার সাহেব মনে করেন, এই প্রজন্মের শিক্ষার্থীরাই পারে জ্ঞান ও বিশ্বাসের সমন্বয়ে নতুন এক ইসলামী চিন্তার ধারা তৈরি করতে। তিনি আহ্বান জানান, বিশ্ববিদ্যালয়গুলোকে যেন কুরআনের শিক্ষায়, গবেষণায় ও চিন্তাধারায় উজ্জীবিত করা হয়—যাতে তরুণরা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে দৃঢ় থেকে সমাজে নেতৃত্ব দিতে পারে।
আজ সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “হে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্মার্ট প্রজন্ম! এবার থেকে প্রতিষ্ঠানগুলোকে মহান কুরআন চর্চার দূর্গে পরিণত কর। এটা হবে উত্তম প্রতিশোধ।”