সৌদি আরবের সঙ্গে সাধারণ কর্মী নিয়োগ বিষয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার রিয়াদে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে সই করেন।
এর ফলে ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগে আইনি কাঠামো গড়ে উঠলো।
এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি পৃথক চুক্তি হয়।সৌদি আরব ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে কর্মী নিয়োগ দিয়ে আসছে।