দেশে ভোক্তা পর্যায়ে আবারও কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা, যা গত মাসের তুলনায় ২৯ টাকা কম।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৭০ টাকা। এবার তা ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা করা হয়েছে।”
দেশের বাজারে এলপিজির দাম নির্ধারণ করা হয় আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দামের ভিত্তিতে। সেই পরিবর্তন অনুসারে প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করে থাকে বিইআরসি।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম ঘোষণা করে। সংস্থাটি জানায়, সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।