মিসরে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা—এখনও ফল চূড়ান্ত না হলেও হামাস তার প্রধান শর্তগুলো প্রকাশ করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) আল জাজিরার বরাত দিয়ে সংগঠনের মুখপাত্র ফাওজি বারহোম জানিয়েছে, মিসরে তাদের প্রতিনিধিরা “সব বাধা অতিক্রম” করার চেষ্টা করছেন এবং তারা যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো তুলে দিয়েছে।
প্রধান শর্তসমূহ হলো:
একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা হবে।
ইসরায়েলি সেনাদের গাজার সব এলাকায় থেকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।
কোনো ধরনের বাধা ছাড়াই ত্রাণ গাজার মধ্যে পৌঁছে যেতে পারবে।
বাস্তুত্যাগ করা সাধারণ গাজাবাসীকে তাদের নিজ গৃহে ফিরে যেতে দেবে।
গাজা পুনর্গঠনের কাজ শুরু করা হবে এবং সেটির তত্ত্বাবধান করবে একটি ফিলিস্তিনি জাতীয় প্রশাসন।
বন্দি বিনিময়ের একটি ন্যায্য চুক্তি করতে হবে।
হামাসের আরও একটি প্রধান দাবি ছিল—দীর্ঘদিন কারাবন্দি থাকা তাদের শীর্ষ নেতাদের মুক্তি। মুক্তির দাবি করা নেতাদের মধ্যে রয়েছেন মারওয়ান বারঘোতি, আহমেদ সাদাত, ইব্রাহিম হামেদ, হাসান সালেমেহ ও আব্বাস সায়েদ। বারহোম বলেছেন, পূর্ববর্তী যুদ্ধবিরতিতে ইসরায়েল এসব নেতাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছিল; তবে হামাস এবার স্পষ্ট করে বলছে—এগুলো মুক্তির শেষ সুযোগ।
আল জাজিরার বরাত দিয়ে জানানো হয়েছে যে আলোচনা মিসরে চলছে; পক্ষ দুইয়ের অবস্থান এখনও আলাপে পরিমার্জিত হচ্ছে এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি।