রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আসা এ দলটির সদস্যরা রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করার পরিকল্পনা করছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতজন ছাত্রলীগের নেতা এবং বাকি চারজন সংগঠনের কর্মী বলে জানান ডিবি কর্মকর্তা।





