রংপুরে এক সভায় জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় উন্নয়নশীল দেশ। যদি দেশে প্রকৃত যাকাত ব্যবস্থা চালু করা যায়, তাহলে অভাব-অনটন দূর হয়ে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, দেশের ব্যাংকগুলোতে, বিশেষ করে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অর্থশালী ব্যক্তিদের বিপুল পরিমাণ টাকা জমা রয়েছে। যদি এসব অর্থের ওপর প্রতিবছর নিয়মিত যাকাত আদায় করা যায়, তাহলে অন্তত ৫০ হাজার কোটি টাকার তহবিল গঠন সম্ভব।
তিনি বলেন, এই বিপুল অর্থ দেশের কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারলে দারিদ্র্য হ্রাস পাবে, কর্মসংস্থান তৈরি হবে এবং কেউ আর জীবিকার জন্য বিদেশে যেতে বাধ্য হবে না। তবে এই যাকাত ব্যবস্থা কার্যকর করতে হলে কোরআনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। তিনি বলেন- যারা আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর আদর্শকে রাজনৈতিক জীবনে ধারণ করেন, কেবল তারাই এ লক্ষ্য অর্জনে সক্ষম বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়াকুটি ইউনিয়নের ডাঙ্গিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।





