কুমিল্লাকে বিভাগ করার দাবিতে জেলাব্যাপী জনস্রোত নেমেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে জড়ো হন হাজারো কুমিল্লাবাসী।
সমাবেশস্থলজুড়ে প্রতিধ্বনিত হয়— “কুমিল্লা চাই বিভাগ” স্লোগান। বক্তারা স্পষ্ট করে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
জেলার ১৭টি উপজেলা থেকে মিছিল করে মানুষ সমাবেশে যোগ দেন। বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের ঐতিহাসিক রাজধানী কুমিল্লা। কিন্তু যখনই কুমিল্লাকে বিভাগ করার প্রক্রিয়া এগোয়, তখনই কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা এক সপ্তাহের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণার আহ্বান জানান।
সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন ঘোষণা দেন, “যদি দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা হয়, তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি দেওয়া হবে।”তিনি আরও বলেন, “যতদিন না কুমিল্লা বিভাগ বাস্তবে পরিণত হচ্ছে, ততদিন রাজপথে থাকবে কুমিল্লাবাসী।”





