বৈরি আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করার দাবিতে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নোয়াখালীবাসী অংশ নেন। প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে নিয়ে তারা ‘নোয়াখালী বিভাগের দাবি’ নিয়ে স্লোগান দেন।
বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘নোয়াখালীর উন্নয়নের জন্য বিভাগ চাই’, ‘আমরা অধিকার চাই, অনুগ্রহ নয়’, ‘দিতে হবে, দিয়ে দাও নোয়াখালী বিভাগ দাও’, ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’ ইত্যাদি।
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘রক্ত লাগলে রক্ত নে, নোয়াখালী বিভাগ দে’, ‘এক দফা এক দাবি—নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান তোলেন। বক্তারা অবিলম্বে নোয়াখালী বিভাগ গঠনের ঘোষণা দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।





