মালদ্বীপকে পবিত্র কোরআন শিক্ষা ও চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। তিনি বলেছেন, ইসলামিক রাষ্ট্র হিসেবে মালদ্বীপে কোরআন তিলাওয়াত ও প্রচার-প্রসারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রেসিডেন্ট মুইজ্জু আরও জানান, তরুণ প্রজন্মকে কোরআনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত করতে এই প্রতিযোগিতাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষার্থীরা আরও উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নেবে।
তিনি বলেন, মালদ্বীপের শিশু-কিশোররা যেন কোরআন তিলাওয়াতকে গর্বের বিষয় হিসেবে গ্রহণ করে এবং এর প্রতি আন্তরিক অনুরাগ গড়ে তোলে—এটাই তাঁর প্রত্যাশা। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রেসিডেন্ট মুইজ্জু।
রোববার (১২ অক্টোবর) সকালে ইসলামিক সেন্টারের সম্মেলন হলে আয়োজিত ৩৭তম জাতীয় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।






