হামাস ও ইসরাইলের মধ্যে বহুল প্রতীক্ষিত বন্দি বিনিময় প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি (আইসিআরসি) এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকায় প্রথম ধাপে জীবিত ২০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস।
ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২’র প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে সাতজন জিম্মিকে আইসিআরসি’র হাতে হস্তান্তর করেছে হামাস। ধাপে ধাপে বাকি জিম্মিদেরও মুক্তি দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে, বিনিময় হিসেবে ইসরাইল মুক্তি দিচ্ছে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে।
বন্দি বিনিময়ের খবরে গাজা সীমান্তে ভিড় করেছেন মুক্তিপ্রাপ্তদের স্বজনরা। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় নাসের মেডিকেল কমপ্লেক্সে শত শত মানুষ অপেক্ষা করছেন তাদের প্রিয়জনদের ফেরার আশায়।
এদিকে, গাজা শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে আজ মিশরে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে যোগদানের আগে তিনি ইসরাইল সফর করবেন বলে জানা গেছে।ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে বলে দুই পক্ষই নিশ্চিত করেছে।








