যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের সহায়তায় নতুন করে ২ কোটি পাউন্ড অনুদান ঘোষণা করেছে যুক্তরাজ্য। এই অর্থ গাজার সুপেয় পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ব্যবহার করা হবে। রবিবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ফিলিস্তিনিদের জন্য যুক্তরাজ্যের মোট সহায়তার পরিমাণ দাঁড়ালো ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে। নতুন এই প্যাকেজের মূল লক্ষ্য গাজার মানুষের জীবনমান পুনর্গঠন, স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা জোরদার করা।
শারম আল শেখে বসছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন
এদিকে, গাজায় চলমান সংঘাত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আজ সোমবার মিসরের পর্যটন নগরী শারম আল শেখে শুরু হচ্ছে আন্তর্জাতিক ‘শান্তি সম্মেলন’। এই সম্মেলনের যৌথ সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
ইতোমধ্যে সম্মেলনে অংশ নিতে মিসরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।








