নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় আদালত প্রাঙ্গণে আসামির সমর্থকেরা বাদীপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিনের ওপর হামলার চেষ্টা চালায় এবং সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদেরও বাধা দেয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ ড. মোরশেদ ইমতিয়াজের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আসামি আবদুল কাদের জসিম নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
বাদীপক্ষের আইনজীবী মো. বোরহান উদ্দিন জানান, আসামির জামিন বাতিল হওয়ায় তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে আমার ওপর হামলার চেষ্টা করে। আমি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গেলে সাংবাদিকদের কাজেও তারা বাধা দেয়। তিনি আরও বলেন, এর আগে আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। গত ৫ অক্টোবর নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর পিবিআইয়ের তদন্তের ভিত্তিতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আজ (১৪ অক্টোবর) পুনরায় জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাটইয়া ইউনিয়নে সৌদি প্রবাসী মহি উদ্দিনের পরিবারের কাছে প্রভাব খাটিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন জসিম। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রবাসী পরিবার টাকা দিতে অস্বীকার করলে তাদের গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।
পরে ১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে জসিমের দুই সহযোগী মহি উদ্দিনের বাড়ি থেকে ২০ হাজার টাকা আদায় করে নেয়। ভুক্তভোগী পরিবার সেই ঘটনার ভিডিও ধারণ করে রাখে। এরপর বাকী ৮০ হাজার টাকা দিতে প্রবাসী পরিবারকে ফোনে চাপ দিতে থাকেন জসিম।
৭ মার্চ চাঁদাবাজির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা বিএনপি তাকে বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়।





