রামাল্লার নুর শামস শরণার্থী শিবিরের বাসিন্দা সদ্য মুক্ত ফিলিস্তিনি বন্দি বাহা শাবরাউই জানিয়েছেন, মুক্তির খবর তিনি পেয়েছিলেন কারাগার থেকে ছাড়ার মাত্র আধা ঘণ্টা আগে। তিনি বলেন, “এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি চেয়েছিলাম ওফের কারাগারের সেই হলুদ গেট দিয়ে নিজের পায়ে হেঁটে বের হতে।”
আল জাজিরাকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে শাবরাউই বলেন, তার সাজা ছিল ৩৫ বছরের, যার মধ্যে ২৪ বছর তিনি কারাভোগ করেছেন। বন্দিজীবনের মধ্যেই হারিয়েছেন মা-বাবা দুজনকেই। “মানুষের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত,” বলেন তিনি। “ভাবছিলাম নিজেকে সামলে রাখব, কিন্তু আল্লাহর কসম, সেই মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারিনি, কান্না চলে এসেছিল।”
তিনি জানান, গত দুই বছর ধরে ইসরাইলি কারা কর্তৃপক্ষ বন্দিদের বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছিল। “রামাল্লায় ফেরার পথে বারবার জানতে চেয়েছি—বাইরে কী হচ্ছে, এখন কী অবস্থা,” বলেন শাবরাউই।
বর্তমান বন্দিদের অবস্থা সম্পর্কে তিনি বলেন, “তাদের জীবন অত্যন্ত কঠিন ও যন্ত্রণাময়। তারা দোয়া ও সহানুভূতি পাওয়ার যোগ্য।” শাবরাউই আরও জানান, ইসরাইলি কারাগারে এখনো ২০ থেকে ৩০ বছর বয়সী অনেক তরুণ আজীবন সাজা ভোগ করছে।








