যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় আরও ৯ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা। যুদ্ধবিরতির মধ্যেই বেসামরিক ফিলিস্তিনিদের ওপর এ হামলা চালানো হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির দুটি আলাদা স্থানে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে, এতে প্রাণ হারান অন্তত নয়জন ফিলিস্তিনি নাগরিক।
আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেদিন গাজা সিটি দিয়ে নিজেদের বাড়িতে ফেরার পথে ছিলেন স্থানীয়রা। ঠিক সেই সময়ই ইসরাইলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, কিছু ব্যক্তি তাদের সেনাদের কাছাকাছি চলে এসেছিল বলে সন্দেহের বশে গুলি করা হয়।
এদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মরদেহ আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সূত্র: আল-জাজিরা








