কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৭৪ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও বিভিন্ন মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে বুড়িচং উপজেলার কামারখাড়া এলাকা থেকে এসব পণ্যসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ওই রাতে বিজিবি সদস্যরা কুমিল্লা সীমান্তের ভেতরে প্রায় ৭ কিলোমিটার দূরে কামারখাড়া জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ৯০১টি ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৯৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা।
কর্নেল মীর আলী এজাজ জানান, উদ্ধারকৃত মালামাল পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।





