পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবান ও পাকিস্তানি সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন আফগান ও ৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। খবর আল জাজিরা ও রয়টার্সের।
সংঘর্ষ শুরু হয় মঙ্গলবার রাত থেকে। উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করছে। আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান প্রথমে গুলি চালায়। তাদের পাল্টা হামলায় পাকিস্তানি সামরিক ঘাঁটি ও অস্ত্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে পাকিস্তানি কর্তৃপক্ষের অভিযোগ, আফগান তালেবানই প্রথম সীমান্ত পোস্টে আক্রমণ চালায়। সংঘাতে নারী ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।
তীব্র এই সংঘর্ষে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।








