সর্বশেষ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই জুলাই শহীদদের লাশ তোলা হবে: সিআইডি প্রধান
অযু বিহীন মোবাইলে কোরআন তিলাওয়াত করার হুকুম কী?
ভূমিকম্পের আগাম আভাস সবচেয়ে আগে পায় ব্যাঙ
ছেলেদের হাতে মেহেদি দেওয়ার বিধান কী?
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
আদালতে হাজির ১০ সামরিক কর্মকর্তা, অনুপস্থিত পলাতক আসামিরা
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে
১৩ বছর পর পুনরায় চালু হচ্ছে ঢাকা–করাচি আকাশপথ
ইমরান খানকে দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে: খুররম জিশান
মানবতাবিরোধী অপরাধে ইনুর বিচার শুরু
শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার: দুলু
বিদেশি আগ্রাসনের জবাবে প্রস্তুত তালেবান সরকার: মোল্লা বারাদার
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা ৯৪
যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়েও ভয়াবহ অবস্থা আমাদের ব্যাংকিং খাত :বাণিজ্য উপদেষ্টা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: মাওলানা মামুনুল হক্ব

বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ৪০০ নেতা-কর্মী

আমার কলম অনলাইন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন দলটির প্রায় চার শতাধিক নেতা-কর্মী। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক যোগদান ও নির্বাচনী সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম সলকের নেতৃত্বে প্রায় চার শতাধিক নেতা-কর্মী জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। পরে নতুনদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন জামায়াত নেতারা।

সভায় সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন।

বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া জাহিদুল ইসলাম সলক বলেন, “বিএনপির সঙ্গে শুরু থেকেই ছিলাম, কিন্তু নানা কারণে এখন আর দলের প্রতি আগের মতো বিশ্বাস নেই। তাই ইসলামী আদর্শে বিশ্বাসী হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে ইসলামভিত্তিক ন্যায় ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী সেই মূল্যবোধের রাজনীতি করে। বিএনপিসহ বিভিন্ন দলের যারা আজ আমাদের দলে যোগ দিয়েছেন, তারা সত্য ও ন্যায়ের পথে এসেছেন। আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে একসঙ্গে কাজ করব।”তিনি আরও বলেন, “আমরা সবাই এক পরিবারের সদস্য। কারও বিপদে জামায়াতে ইসলামী কখনও পিছু হটবে না।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ