চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারছেন।
এবার জিপিএ-৫ অর্জন করেছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়—ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২, রাজশাহীতে ৫৯.৪০, কুমিল্লায় ৪৮.৮৬, যশোরে ৫০.২০, চট্টগ্রামে ৫২.৫৭, বরিশালে ৬২.৫৭, সিলেটে ৫১.৮৬, দিনাজপুরে ৫৭.৪৯, ময়মনসিংহে ৫১.৫৪, মাদরাসা বোর্ডে ৭৫.৬১ এবং কারিগরি বোর্ডে ৬২.৬৭ শতাংশ।
গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে প্রায় ১৯ শতাংশ। ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে মেয়েরা। তবে, এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে, বিপরীতে বেড়েছে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা। মোট ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।





