চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ভবনটি ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে অষ্টম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর টিম টানা ১৮ ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। অবশেষে শুক্রবার সকালে আগুন নিজে থেকেই নিভে যায়।
কেমিক্যালজাত উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। ঘটনাটি ফায়ার সার্ভিসের প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়দের মধ্যে।
অগ্নিকাণ্ডে ভবনের কয়েকটি তলা ধসে পড়ায় সেটিকে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।





