রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের (প্রায় ১০ হাজার কোটি টাকা) বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি বলেন, আগুনে একাধিক ওয়্যারহাউস ও একটি এয়ার এক্সপ্রেস ইউনিট সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ভয়াবহ ক্ষতির পাশাপাশি অব্যবস্থাপনাকেও দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।
কবির আহমেদ জানান, ‘আমরা প্রাথমিকভাবে অনুমান করছি, ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারের বেশি হবে। এয়ার এক্সপ্রেস ইউনিটের কোনো কিছুই অক্ষত নেই।’

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনী, বিমান, নৌবাহিনী ও বিজিবির বিশেষ দলও আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুব অল্প সময়ের মধ্যেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের অপেক্ষায় থাকা উড়োজাহাজগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়। আগুনের কারণে সাময়িকভাবে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। ফলে ঢাকাগামী অন্তত ৮টি ফ্লাইট চট্টগ্রামে এবং একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে।





