দীর্ঘ উত্তেজনার পর অবশেষে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে স্বাক্ষরিত হলো এক ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি। কাতারের রাজধানী দোহায়, দেশটির কূটনৈতিক মধ্যস্থতায় এ চুক্তি সম্পন্ন হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। খবর জিও নিউজের।
কাতারি কর্মকর্তারা জানিয়েছেন, এই যুদ্ধবিরতি চুক্তি দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে নতুন অধ্যায় সূচনা করবে বলে তারা আশা করছেন। উভয় দেশ ভবিষ্যতে আরও বৈঠকে বসে দীর্ঘমেয়াদি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি স্থায়ী কাঠামো গঠনে সম্মত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার দোহায় অনুষ্ঠিত হয় দুই দেশের প্রথম দফার বৈঠক। এতে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব।
বৈঠকে পাকিস্তান জানায়, আফগান ভূখণ্ডে সক্রিয় জঙ্গি সংগঠনগুলোর উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। চুক্তি স্বাক্ষরের পর খাজা আসিফ বলেন, “এই সমঝোতা সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত করবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও জানান, দুই দেশের প্রতিনিধিদল আসন্ন ২৫ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে আবার বৈঠকে বসবে। পাশাপাশি, একে অপরের আঞ্চলিক সার্বভৌমত্বকে সম্মান জানাতে উভয় পক্ষ একমত হয়েছে।








