সর্বশেষ
অযু বিহীন মোবাইলে কোরআন তিলাওয়াত করার হুকুম কী?
ভূমিকম্পের আগাম আভাস সবচেয়ে আগে পায় ব্যাঙ
ছেলেদের হাতে মেহেদি দেওয়ার বিধান কী?
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
আদালতে হাজির ১০ সামরিক কর্মকর্তা, অনুপস্থিত পলাতক আসামিরা
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে
১৩ বছর পর পুনরায় চালু হচ্ছে ঢাকা–করাচি আকাশপথ
ইমরান খানকে দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে: খুররম জিশান
মানবতাবিরোধী অপরাধে ইনুর বিচার শুরু
শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার: দুলু
বিদেশি আগ্রাসনের জবাবে প্রস্তুত তালেবান সরকার: মোল্লা বারাদার
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা ৯৪
যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়েও ভয়াবহ অবস্থা আমাদের ব্যাংকিং খাত :বাণিজ্য উপদেষ্টা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: মাওলানা মামুনুল হক্ব
ইসরাইলের নতুন সামরিক অভিযান পশ্চিম তীরে: কারফিউ জারি, বহু পরিবার উচ্ছেদ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে দুই হাজার কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধিবিমানবন্দর ঢাকা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। টানা প্রায় ২৭ ঘণ্টা পর গতকাল রোববার বিকেলে আগুন সম্পূর্ণ নিভে গেলে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ ঘোষণা করে। এ ঘটনায় প্রায় দুই হাজার কোটি টাকার পণ্য ও সরঞ্জাম পুড়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

আগুনে পুড়ে গেছে তৈরি পোশাক, ওষুধ শিল্পের কাঁচামাল, কৃষিপণ্যসহ নানা ধরনের রপ্তানিযোগ্য সামগ্রী। এতে বহু ব্যবসায়ী চরম ক্ষতির মুখে পড়েছেন। গতকাল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবিতে বিমানবন্দরে আসেন এবং অনেকেই চোখের জলে ভেঙে পড়েন। সংশ্লিষ্টরা বলছেন, এ ঘটনার প্রভাবে অন্তত এক মাস রপ্তানি কার্যক্রম ব্যাহত হতে পারে এবং বিদেশি ক্রেতাদের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার সকালে বিমানবন্দর এলাকায় গিয়ে দেখা যায়, নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কাউকে কার্গো ভিলেজ এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল না। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। ভেতরে ফায়ার সার্ভিসকর্মীরা এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন।

একাধিক ফায়ার ফাইটার জানান, ভেতরে মিথেন গ্যাস থাকায় আগুন নেভাতে তাদের অক্সিজেন মাস্ক পরে কাজ করতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ পরিষ্কার করতে আরও কয়েক দিন সময় লাগবে বলে তারা জানিয়েছেন। বিমানবন্দরের সামনে বিপুল সংখ্যক মানুষ জড়ো হলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমদিকে সামান্য ধোঁয়া উঠলেও তা গুরুত্ব না দেওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালেও অনুমতির অপেক্ষায় দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে, ফলে আগুনের ভয়াবহতা বাড়ে।

কার্গো ভিলেজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, পোশাকের স্যাম্পল (নমুনা) পুড়ে যাওয়ায় রপ্তানির ‘লিড টাইম’ অন্তত এক মাস পিছিয়ে যাবে। নতুন করে স্যাম্পল তৈরি ও বিদেশি ক্রেতাদের অনুমোদন পেতে বাড়তি সময় লাগবে।

সূত্র জানায়, সরকারি ছুটির দুই দিন শুক্র ও শনিবারে আসা বিপুল পরিমাণ পণ্য এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কুরিয়ার সেকশন ও আশপাশে রাখা বহু চালান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আলম।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ