সর্বশেষ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই জুলাই শহীদদের লাশ তোলা হবে: সিআইডি প্রধান
অযু বিহীন মোবাইলে কোরআন তিলাওয়াত করার হুকুম কী?
ভূমিকম্পের আগাম আভাস সবচেয়ে আগে পায় ব্যাঙ
ছেলেদের হাতে মেহেদি দেওয়ার বিধান কী?
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
আদালতে হাজির ১০ সামরিক কর্মকর্তা, অনুপস্থিত পলাতক আসামিরা
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে
১৩ বছর পর পুনরায় চালু হচ্ছে ঢাকা–করাচি আকাশপথ
ইমরান খানকে দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে: খুররম জিশান
মানবতাবিরোধী অপরাধে ইনুর বিচার শুরু
শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার: দুলু
বিদেশি আগ্রাসনের জবাবে প্রস্তুত তালেবান সরকার: মোল্লা বারাদার
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা ৯৪
যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়েও ভয়াবহ অবস্থা আমাদের ব্যাংকিং খাত :বাণিজ্য উপদেষ্টা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: মাওলানা মামুনুল হক্ব

১৫ নভেম্বর থেকে পুলিশের নতুন পোশাক: রঙ হবে ‘লোহা’ বা আয়রন কালার

আমার কলম অনলাইন

আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশের সদস্যরা পরবেন নতুন রঙ ও নকশার ইউনিফর্ম। দীর্ঘদিন পর এই প্রথম বাহিনীর পোশাকে বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন ইউনিফর্মের রঙ নির্ধারণ করা হয়েছে ‘আয়রন’ বা লোহা রঙে।

পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বাহিনীর ভাবমূর্তি উন্নত করা এবং সদস্যদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। শুধু পোশাক নয়, পাশাপাশি প্রশিক্ষণ, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হচ্ছে— যাতে জনবান্ধব পুলিশিং আরও জোরদার হয়।

গত ২০ জানুয়ারির আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর পোশাকের রঙ চূড়ান্ত করা হয়। ট্রায়াল শেষে পুলিশের জন্য বেছে নেওয়া হয়েছে লোহার রঙ, র‍্যাবের জন্য জলপাই এবং আনসার-ভিডিপির জন্য সোনালি গম রঙ। এসব রঙের ভিন্নতা তিন বাহিনীর পরিচয়ে আলাদা স্বাতন্ত্র্য আনবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় ৩৫ হাজার সদস্যের কাছে নতুন ইউনিফর্ম পৌঁছে দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলা ও থানায় নতুন পোশাক সরবরাহ করা হবে। পুলিশ সদর দপ্তরের পরিকল্পনা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দুই লাখের বেশি পুলিশ সদস্যকে নতুন পোশাকে দেখা যাবে।

তবে মাঠপর্যায়ের কিছু সদস্য নতুন রঙ নিয়ে কিছুটা আপত্তি জানিয়েছেন। তাদের মতে, গ্রীষ্মের গরমে লোহা রঙের পোশাক পরে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা কষ্টকর হতে পারে। কেউ কেউ মনে করছেন, এই রঙ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পোশাকের সঙ্গে কিছুটা মিল রয়েছে, যা বাহিনীর স্বাতন্ত্র্যে বিভ্রান্তি আনতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নতুন পোশাক পুলিশের ভাবমূর্তি উন্নত করবে এবং জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে। তবে তারা মনে করিয়ে দিয়েছেন— কেবল পোশাক বদলেই মানসিকতা বা কার্যক্ষমতায় পরিবর্তন আসবে না; প্রকৃত উন্নতি আসবে প্রশিক্ষণ ও সেবামুখী মনোভাব গড়ে তোলার মাধ্যমে।

ইতিহাসে দেখা যায়, বাংলাদেশের পুলিশ দীর্ঘদিন খাকি রঙের পোশাকে ছিল। ২০০৪ সালে ঢাকায় হালকা জলপাই এবং জেলা পর্যায়ে গাঢ় নীল রঙের পোশাক চালু হয়। এবার নতুন লোহা রঙের ইউনিফর্মের মাধ্যমে পুলিশ বাহিনী নতুনভাবে নিজেদের উপস্থাপন করতে যাচ্ছে— এক জনবান্ধব ও আধুনিক সেবামুখী পরিচয়ে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এএইচএম শাহাদাত হোসেন জানান, “ধাপে ধাপে আগামী জাতীয় নির্বাচনের আগেই সব ইউনিটে নতুন পোশাক বিতরণ সম্পন্ন হবে।”

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ