বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের কোনো জুলাই সনদের দরকার নেই, প্রয়োজন একটি সংসদ—যেখানে গণতন্ত্র কার্যকরভাবে প্রতিষ্ঠিত হবে।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধাদের অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, তাদের ইতিহাস এখন আড়াল করার অপচেষ্টা চলছে। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল এই জাতির সর্বোচ্চ ত্যাগ ও গৌরবের অধ্যায়, যার সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা চলে না।
মেজর (অব.) হাফিজ আরও বলেন, ক্ষমতার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল এখন নির্বাচনকে ঘিরে নানা চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।





