ভারতের অন্ধ্র প্রদেশে এক মন্দিরে পদদলিত হয়ে দুই শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।
শনিবার (১ নভেম্বর) সকালে শ্রীকাকুলম জেলার কাশিবুগ্গা এলাকায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ কর্মকর্তা জানান—একাদশী উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে আসেন। হঠাৎ সামনের দিকে ভক্তদের ঠেলাঠেলি শুরু হলে একটি রেলিং ভেঙে পড়ে, ফলে অনেকেই নিচে পড়ে গিয়ে একে অপরের ওপর চাপে পদদলিত হন। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়, যার মধ্যে দুটি শিশুও ছিল।
এই দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “শ্রীকাকুলমের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”
মোদী ঘোষণা দিয়েছেন, নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের রাজ্যপাল এস. আবদুল নাজির এবং মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুও শোক প্রকাশ করেছেন।








