মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম তুহিন দেওয়ান (২২)।
রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তুহিনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তুহিন দেওয়ান মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন কৃষক লীগ সভাপতি সেলিম দেওয়ানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রাতের দিকে তুহিন বাসা থেকে হেঁটে বের হয়। মুন্সীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে প্রতিপক্ষ বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারী লিটন বেপারির নেতৃত্বে একদল সশস্ত্র লোক পেছন থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে তখনই তার মৃত্যু ঘটে।
আকাশ দেওয়ান আরও জানান, তুহিন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মোল্লার অনুসারী ছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তুহিন ও তার সমর্থকরা এলাকায় অনুপস্থিত ছিলেন।
ঘটনা সম্পর্কে জানতে উজির আলী ও আওলাদ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির বলেন, “ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।” তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





