ইয়েমেনের হুথি আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, গত দুই দশকে আমেরিকা, ইসরাইল ও তাদের মিত্ররা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে প্রায় ৩০ লাখ নিরপরাধ মুসলিমকে হত্যা করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ইয়েমেনে শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। শহীদ স্মরণ অনুষ্ঠান এক সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে।
আবদুল-মালিক হুঁথি বলেন, এই হত্যাযজ্ঞ মূলত মুসলিম জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে পরিচালিত হয়েছে। তিনি বলেন, যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের ইচ্ছা নিয়ে এগোয়, সেই জাতিই গর্বিত থাকে এবং বিপদ মোকাবেলা করতে সক্ষম হয়। তাঁর মতে, শাহাদাত হল ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার একটি শক্ত প্রতিষ্ঠা।
তিনি আরো বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রাচীনকাল থেকে উপনিবেশিক সময় পর্যন্ত এবং বর্তমানেও বহু বড় বিপর্যয় বিরাজ করেছে।
হুঁথি নেতা আরও দাবি করেন, আমেরিকার পক্ষ থেকে স্বীকার্য হয়েছে যে গত দুই দশকে তারা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে এবং তাদের অধিকাংশই মুসলিম জনগণ। তিনি বলেন, এসব হত্যাকাণ্ড তাদের স্বার্থ পুরণের উদ্দেশ্যেই সংঘটিত হয়েছে।
আবদুল-মালিক হুঁথি উল্লেখ করেন, শত্রু (দখলদার ইসরাইল) গাজ্জায় জনসাধারণকে ক্ষুধার্ত রেখে এবং অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করার চেষ্টা করেছে, তবে তাদের এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমেরিকা ও ইসরাইল মুসলিম জাতিগুলোকে মনোবৈজ্ঞানিকভাবে দাস করতে সর্বোচ্চ ব্যর্থতার চেষ্টা করেছে এবং তারা কেবল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অন্য দেশগুলো দখল করেছে।
শেষে তিনি জোর দিয়ে বলেন, “এসব অত্যাচারি শক্তির মধ্যে কোনো করুণা নেই; তারা নিজের লক্ষ্য হাসিলের জন্য যে কোনো অপরাধ করতে সঙ্কোচ করে








