আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নির্বাচনী বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এই সরকারবিরোধী প্রতিবাদ সমাবেশে। বিক্ষোভকারীরা ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী নেতা’ হিসেবে অভিহিত করে তার নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

আন্দোলনকারীরা বলেন, ট্রাম্প প্রশাসনের নীতিগুলো গণতন্ত্রের পরিপন্থী। তারা দেশে গণতন্ত্র রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ সময় হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে ট্রাম্পবিরোধী নানা স্লোগান লিখে প্রতিবাদ জানানো হয়।
‘ট্রাম্পকে এখনই পদত্যাগ করতে হবে’—এই দাবিতে রাজধানীর রাজপথে বিক্ষুব্ধ জনতা স্লোগানে মুখর হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে চলা এ বিক্ষোভের কারণে শহরের বিভিন্ন সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।








