আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় প্রচারণামূলক টিজার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার রাত ৯টার দিকে এক মিনিট ৯ সেকেন্ড দীর্ঘ টিজারটি উন্মুক্ত করা হয় বলে জানানো হয়েছে।
টিজারটিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের বাবা মো. নূর ইসলামকে দেখা যায়। তিনি তাঁর কন্যার মর্মান্তিক মৃত্যুর স্মৃতি তুলে ধরে গভীর বেদনা ও ক্ষোভ প্রকাশ করেন।
নূর ইসলাম বলেন, “আজও আমি ন্যায়বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখনকার সরকার ভারতের পক্ষেই অবস্থান নিয়েছিল। সেই সময় ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।”
তিনি আরও বলেন, “আমরা এমন সরকার চাই না, যারা আমাদের কণ্ঠস্বর নয়। দরকার এমন সরকার, যারা জনগণের পক্ষে দাঁড়াবে, হত্যার বিচার চাইতে সাহস দেখাবে।”
দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা ভোট দেব, নিজেদের অধিকার ফিরিয়ে নেব। এই নির্বাচনে জয়ী হবে বাংলাদেশ।”
টিজারটির শেষ অংশে দর্শকদের উদ্দেশে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন, কেমন বাংলাদেশ আপনি দেখতে চান। স্মরণ করিয়ে দেওয়া হয়—দেশের ভবিষ্যতের চাবি এবার জনগণের হাতে।





