অগ্রণী ব্যাংকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রক্ষিত ৮৩২ ভরি স্বর্ণালংকারের সন্ধান মিলেছে। ব্যাংকের দুটি ভল্ট উন্মুক্ত করে স্বর্ণের এ বিশাল মজুদ উদ্ধার করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ওই ভল্ট দুটিই জব্দ করা হয়।
এদিনই হাসিনার নামে খোলা পূবালী ব্যাংকের একটি শাখার আরেকটি ভল্ট খোলা হলেও সেখানে কোনো সম্পদ পাওয়া যায়নি। সিআইসির এক কর্মকর্তা বিষয়টি আমার দেশ–কে নিশ্চিত করে বলেন, গত ১৭ সেপ্টেম্বর গোপন তথ্যের ভিত্তিতে ভল্ট দুটি সিলগালা করা হয়েছিল। তবে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আইনগত জটিলতার কারণে এতদিন তা খোলা সম্ভব হয়নি।
অবশেষে আদালতের আদেশ পাওয়ার পর মঙ্গলবার ৭৫১ ও ৭৫৩ নম্বর ভল্ট খুলে পাওয়া যায় ৮৩২ ভরি স্বর্ণালংকার। বর্তমানে প্রতি ভরি স্বর্ণের বাজারমূল্য দুই লাখ টাকা ধরলে উদ্ধার হওয়া স্বর্ণের মোট মূল্য দাঁড়ায় প্রায় ১৬ কোটি ৬৪ লাখ টাকা।





