রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিটে হালকা এই কম্পন মানুষ টের পায়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, কম্পনটির উৎপত্তিস্থল ছিল টঙ্গীর কাছাকাছি—শহরটি থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ধরা হয়েছে প্রায় ৩০ কিলোমিটার। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত সোমবার রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার এবং চট্টগ্রাম এলাকায়ও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়।




