সর্বশেষ
শাপলা চত্বরে গণহত্যা তদন্তে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল
নামসর্বস্ব সংগঠনের ব্যানারে ফের সক্রিয় ইসকন
শরিয়াহ আইন কার্যকর না হওয়া পর্যন্ত হামলা চলবে: টিটিপি
পরিবেশবান্ধব নির্বাচন নিশ্চিত করতে পোস্টার নিষিদ্ধ করল কমিশন
ভারত থেকে আমদানির খবর ছড়াতেই পেঁয়াজের দামে পতন
আসামে ৫৮০ মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দিল রাজ্য সরকার
ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারার হুকুম কী?
জামায় কবুতরের বিষ্ঠা থাকলে কি নামায সহীহ হবে?
চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি-অটোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথ কর্মসূচি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেসসচিবের
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আলেমদের ঐক্যবদ্ধ আহ্বান
“আমাদের অভিধানে আত্মসমর্পণ নেই” রাফায় হামাস যোদ্ধাদের অঙ্গীকার
নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে ৭৫ কোটি ডলার রেমিট্যান্স
সরকারি টাকায় নিম্নমানের লিফট, বন্দরের ছয় প্রকল্পে কোটি টাকার হরিলুট
আমেরিকার সন্ত্রাসী তালিকা থেকে বাদ সিরিয়ার প্রেসিডেন্ট আল-জুলানী

ট্রাম্প প্রশাসনের যে বিভাগে নেতৃত্ব দেবেন ইলন মাস্ক

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইলন মাস্ক এবং ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা বিবেক রামাস্বামী তার নেতৃত্বাধীন নতুন মার্কিন সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (DOGE) বিভাগের নেতৃত্ব দেবেন।

তাদের কাজ হবে- বাইরের পরামর্শদাতা হিসেবে হোয়াইট হাউস এবং ম্যানেজমেন্ট ও বাজেট অফিসের সঙ্গে সহযোগিতা করে সরকার ব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা।

ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (DOGE) কি?

ট্রাম্প সরকারের এই নতুন বিভাগটি মূলত ইলন মাস্কই প্রস্তাব করেছেন এবং এটি সরকার ব্যবস্থায় আমলাতন্ত্র কমানোর উদ্দেশ্যে গঠিত। এটি পরিচিত হচ্ছে DOGE নামে, যা মাস্কের প্রচারিত ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির নাম অনুসারে রাখা হয়েছে।

এই বিভাগের মূল উদ্দেশ্য হলো- সরকারি অপচয় কমানো, অনাবশ্যক নিয়মাবলি ছেঁটে ফেলা এবং বিভিন্ন ফেডারেল সংস্থার পুনর্গঠন করা। এসব ভূমিকা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ নয় এবং এজন্য সিনেটে অনুমোদনেরও প্রয়োজন হবে না।

ট্রাম্প এই প্রকল্পটিকে ‘ম্যানহাটান প্রকল্পের’ সঙ্গে তুলনা করেছেন। ম্যানহাটান প্রকল্প ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে পারমাণবিক অস্ত্র তৈরির গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম।

ডোনাল্ড ট্রাম্প এর আগে তার নির্বাচনী প্রচারণার সময়েই ইলন মাস্ককে সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে রাখার ইঙ্গিত দিয়েছিলেন। সেটাই এখন বাস্তব হতে চলেছে।

তবে মার্কিন সরকারে মাস্কের এই ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। কারণ তার পরিচালিত টেসলা এবং স্পেসএক্স কোম্পানির সঙ্গে মার্কিন সরকারের বহু বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে এবং ফেডারেল অর্থায়ন থেকে তিনি সুবিধা পেয়ে আসছেন।

এ বিষয়ে ইলন মাস্ক এক বিবৃতিতে বলেছেন, এই বিভাগ সরকারের অপচয় রোধে একটি ‘শকওয়েভ’ সৃষ্টি করবে। তিনি বলেন, ‘যে কেউ সরকারি অপচয়ের সঙ্গে জড়িত, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে’।

পাশাপাশি DOGE-এর প্রতিটি পদক্ষেপ জনসাধারণের সামনে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

মাস্ক বলেন, যদি জনসাধারণ মনে করে আমরা কোনো গুরুত্বপূর্ণ কিছু কমিয়েছি বা অপচয়কৃত কিছু বাদ দেইনি, তাহলে তা আমাদের জানাতে দ্বিধা করবেন না। আমরা করদাতাদের অর্থের সবচেয়ে মূর্খামিপূর্ণ ব্যয়ের জন্য একটি লিডারবোর্ডও রাখব। যা হবে একদিকে দুঃখজনক এবং অন্যদিকে আনন্দের। সূত্র: এনডিটিভি

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ