ইসলামে শুক্রবারকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন ঘোষণা করা হয়েছে। তবে এ দিন মুসলমানদের জন্য ছুটি নয়, বরং এটি ইবাদত, জুমার নামাজ ও দোয়ার বিশেষ দিন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন— “সূর্য উদিত হয়েছে এমন দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার। এ দিনেই আদম (আ.) সৃষ্টি হয়েছেন, এ দিনেই জান্নাতে প্রবেশ করেছেন এবং এ দিনেই পৃথিবীতে অবতীর্ণ হন। আর এ দিনেই কিয়ামত সংঘটিত হবে।” (সহিহ মুসলিম-854)
শুক্রবার দোয়া কবুলের সময়
রাসূলুল্লাহ ﷺ বলেছেন-
“শুক্রবারে একটি সময় আছে, যদি কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তবে আল্লাহ তা অবশ্যই কবুল করবেন।”
সহিহ বুখারি-935
আলেমদের মধ্যে এ নিয়ে ভিন্নমত রয়েছে। তবে অধিকাংশের মতে—
আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময় সবচেয়ে সম্ভাবনাময়।
সুনান আবু দাউদ-1048