আগামী নির্বাচন সামনে রেখে ইসলামপন্থিদের ভূমিকা নিয়ে নানা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক হাফিঃ।
তিনি বলেন, “জনমনে একটি প্রত্যাশা আছে— ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে একটি বড় শক্তি গড়ে তোলার। আবার অনেকে মনে করছেন, বৃহৎ রাজনৈতিক শক্তির কাছে ইসলামপন্থিদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে না।”
মামুনুল হক সাহেব আরও বলেন, “আমরা সতর্কভাবে কাজ করে যাচ্ছি। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী তিন স্তরের অ্যালায়েন্স করার মানসিক প্রস্তুতিও আমাদের রয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, ইসলামপন্থিদের রাজনৈতিক শক্তিকে অগ্রাহ্য করে কোনো সমীকরণই টেকসই হবে না।
বাংলাদেশ প্রতিদিনের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।





