পবিত্র জন্ম:
রাসূলুল্লাহ ﷺ মক্কার বিখ্যাত বনু হাশিম পরিবারে জন্মগ্রহণ করেন। দিনটি ছিল সোমবার, ৯ই রবিউল আউয়াল, আসহাবে ফীলের বছরের সুবহে সাদেকের সময়। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এটি ৫৭১ খ্রিষ্টাব্দের ২০ বা ২২ এপ্রিলের দিন। সে বছরই ছিল পারস্যের বাদশাহ নওশেরওয়ার রাজত্বের চল্লিশতম বছর।
নামকরণ:
নাতির জন্মের খবর শুনে দাদা আব্দুল মুত্তালিব অত্যন্ত আনন্দিত হয়ে নবজাতককে কোলে তুলে কাবা শরিফে নিয়ে যান। তিনি শিশুর সুন্দর মুখমণ্ডল দেখে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তাঁর কল্যাণ কামনায় দোয়া করেন। তখনই তিনি করে নবজাতকের নাম স্থির করেন “মুহাম্মদ”।
প্রথম দুধ মা:
মায়ের পর রাসূলুল্লাহ ﷺ-কে প্রথম দুধ পান করান সুওয়াইবা নামে আবু লাহাবের দাসী। সে সময় তাঁর নিজের সন্তান মাসরুহ-ও দুধমুখো ছিল। সুওয়াইবা পূর্বে নবীর চাচা হামযা (রা.)-কেও দুধ পান করিয়েছিলেন এবং পরে আবু সালামা ইবনে আব্দুল আসাদকেও। এভাবে নবী করীম ﷺ তাঁদের দু’জনের দুধভাই হয়ে যান।