দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। এতে স্বর্ণের দামের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশি বাজারে।
বাজুসের ঘোষিত নতুন দামে
প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা ধরা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।
এর ফলে দেশে স্বর্ণের দামের নতুন রেকর্ড তৈরি হলো।





