ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার সম্পন্নের আগেই ড. মুহাম্মদ ইউনুস কেন নির্বাচনের ঘোষণা দিলেন—এটা এখন জাতির সামনে বড় প্রশ্ন।
যারা আজ নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করছে, তাদের বক্তব্য ভারতের সুরের সঙ্গে মিলে যায়। এমনকি তাদের অবস্থান ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ডা বাস্তবায়নের অংশ বলেও সন্দেহ করা হচ্ছে।
মুফতি রেজাউল করিম বলেন, “সংস্কার আর বিচার ছাড়া যদি নির্বাচন হয়, তবে তা কখনোই জনগণের প্রত্যাশা পূরণ করবে না। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার সুরক্ষায় সংস্কার বাস্তবায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বাজার মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন এবং গণহত্যার বিচার কার্যকর করার দাবি জানান।






